কোয়েল

কোয়েল এমন একটি স্মার্ট বালা যা গর্ভবতী মা ও তাঁর গর্ভের সন্তানের সুস্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজনীয় পরামর্শ বার্তা প্রদান করে। বার্তাগুলো বাংলাভাষায় রেকর্ড করে বালাটিতে ধারণ করা হয় যা নির্দিষ্ট সময় পর পর আপনা আপনি বেজে ওঠে। এ সময়ে কোন ধরণের সমস্যা হলে কী করতে হবে, কখন ডাক্তারের কাছে যেতে হবে, কী খেতে হবে ইত্যাদি বিষয়ে পরামর্শ দেয় কোয়েল।
তবে কোয়েলের আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। এটা কাঠ, কয়লা কিংবা প্রাণীর বিষ্ঠা দিয়ে তৈরি জ্বালানী দিয়ে চুলায় রান্নার সময় ক্ষতিকর গ্যাস (যেমন কার্বন মনোঅক্সাইড) ছড়ালে গর্ভবতী নারীকে সাবধান করে দেয়। রান্নার সময় কার্বন মনোঅক্সাইডের মাত্রা বেশি হয়ে গেলে তা গর্ভবতী মা ও সন্তানের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনতে পারে।
কোয়েল কোয়েল উন্নতমানের শক্ত প্লাস্টিক দিয়ে তৈরি যা পানির মধ্যে পড়লেও নস্ট হয় না এবং কোন রকম চার্জ ছাড়াই ১০ মাস বা পুরো মাতৃত্বকাল জুড়ে চলে। কোয়েল মাতৃত্ব সুস্থতা সংক্রান্ত অন্তত ৮০টি বার্তা প্রদান করে। সঠিক সময়ে সঠিক উপদেশ দেয় বলে এসব বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Photo Credit: Eiryanna Bennett
কোয়েলের বৈশিষ্ট্য:
- গর্ভবতীর সুস্থতা বিষয়ে অডিও পরামর্শ বার্তা (মামা ম্যাসেজ)
- ধোঁয়ায় ক্ষতিকর গ্যাস (কার্বন মনোক্সাইড) থাকলে তা চিহ্নিত করে ও সতর্ক করে
- বাংলা ভাষায় বার্তা প্রদান করে ও এলইডি বাতির মাধ্যমে সতর্ক করে
- ব্যাটারি ১০ মাস ধরে চলে বলে কোন চার্জ দিতে হয় না
- পানিতেও নষ্ট হয় না
Coel - the smart bangle for maternal wellness
Coel-Introduction